আত্মসম্মান

 আত্মসম্মান

খাদিজা বেগম


আত্মসম্মান বোধ চেনেনা 

অহংকারী নির্বোধ জনে,

তাইতো তাহার মুখের কথায়

কষ্ট ছাড়ায় এই ভুবনে।।


চিন্তা ভাবনায় নোংরা প্রাণী

ভালো কিছু নাই তার মাঝে,

ষড়যন্ত্র করে ঘুরে 

সে যন্ত্রণা দেয় তার কাজে।

অকারণে অশ্রু ঝরায়

সৎ মানুষের দুই নয়নে।।


ভালো মন্দের নাই ভেদাভেদ 

যা খুশি তাই করে বেড়ায়,

সৃষ্টিশীল মন মাটি দিয়ে 

মেতে থাকে ধ্বংসের খেলায়।

প্রতারক সেই বিশ্বাসঘাতক 

ক্ষতিকর কিট এই ভুবনে।।


আত্মশুদ্ধির নাই ভাবোনা

সুদ, ঘুষ, চাঁদা খায় আরামে,

হালাল কাজে মন বসেনা 

তার মন ছুটে যায় হারামে।

একদিন হাসবে এই পৃথিবী

কাঁদবে আত্মা তার মরণে।।


বেঁচে থাকতে বাঁচাও তোমায়

নইলে হবে লোভের শিকার,

সৎ পথে হও পরিশ্রমী

বড় সম্পদ তুমিই তোমার।

তবু কেনো শেষ করে দাও 

তোমার তুমি কোন কারণে??


আত্মসম্মান বোধ আছে যার

কোন অন্যায় সে করে না,

সত্যের পক্ষে আজীবন সে

অন্যাকারীর ধার ধরে না।

মানুষ তোমায় হতেই হবে 

এই কথাটা রেখো মনে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান