ভাত খেয়ে যা

 ভাত খেয়ে যা

খাদিজা বেগম 


আয়রে বাবু, সোনা আমার 

ভাত মেখেছি ভাত খেয়ে যা,

কোথায় কোথায় থাকিসরে তুই

এখনি তো নামবে সন্ধ্যা।।


লক্ষী, সোনা, পাখি আমার 

আয় ছুটে আয় মায়ের কাছে,

তোর বই, খাতা নিয়ে ডাকি

তুই এসে বাস আমার পাশে।

অনেকে বড় হবি রে তুই 

তাইতো শিখতে হবে বিদ্যা।।


সোনার ময়না, যাদু আমার

আয় বিছানায় আয় ঘুমাতে,

বাবা, বাবা করিস না তুই 

সে তো আসবে অনেক রাতে।

গান শুনিয়ে ঘুম পাড়াবো 

এই বাহুতে রাখবো মাথা।।


আমার বাবুই , টিয়া, পাখি 

গোসল করে খাবার খাবে,

তারপরে সে বাবার সাথে

মেলায়, খেলনা কিনতে যাবে।

তুই যে মায়ের চোখের মানিক 

অমূল্য ধন,হীরা, পান্না।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান