আসলে চাবি
আসলে চাবি
খাদিজা বেগম
তোমার হাতে আসলে চাবি
ঐ জান্নাতের পথে যাবার,
সেই চাবিটা খেয়ে ফেলে
নষ্ট চিন্তার মনটা তোমার।।
কেউ যদি চায় তোমার কাছে
খাদ্য, বস্ত্র কিংবা পানি,
পারলে দিও না পারিলে
করো না তার সম্মানহানি।
তোমার জীবন তোমার দোষেই
হয় না যেন পুড়ে ছারখার।।
বিবেক বুদ্ধি থেকেও কেন
তুমি একজন অবিবেচক?
সুযোগ পেলেই ঠকাও তুমি
সহজ, সরল অসহায় লোক।
অন্যের জন্য কাটলে কুয়া
তাতে ধ্বংস হবেই তোমার।।
থাকতে সময় শুধরিয়ে লও
তুমি তোমার ভিতর বাহির,
পরিবর্তন করো তুমি
তোমার নোংরা দৃষ্টিভঙ্গির।
কাজে কর্মে কথাবার্তায়
চর্চা করো সৎ ব্যবহার।।
Comments
Post a Comment