পিতা-মাতা
পিতা-মাতা
খাদিজা বেগম
ঠাকুর বলো কুকুর বলো
মাওলানা আর মাজারের পীর,
ওদের বড় পিতা-মাতা
তাদের পায়ে করো ভীর।।
তোমার ঘরটা জান্নাতের ঘর
যদি থাকে পিতা-মাতা,
তাদের দোয়া ছাড়া তোমার
দূর হবে না দুঃখ, ব্যাথা।
পিতা-মাতা বড় সম্পদ
যার আছে সেই বড় আমীর।।
ভালবেসে সেবা করো
যত্নে রাখো আদর করে,
না পায় যেন কষ্ট তারা
তোমার আচার ব্যবহারে।
তোমার কথা হয়না যেন
তাদের বুকে বিষাক্ত তীর।।
বৃদ্ধ পিতা-মাতা রেখো
নিজের ছেলে মেয়ের মত,
ভালো রাখতে চেষ্টা করো
তোমার সাধ্যে কুলায় যত।
কোনো ক্ষেত্রে কোনো সময়
আশ্রয় নিও না দূর্নীতির।।
আমি এই লেখাটি কোন ব্যক্তি কিংবা প্রাণীকে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করার জন্য লিখি নাই।
সকল মানুষ সম্মানিত তাদের ভিতর জ্ঞানী মানুষেরা অনেক সম্মানিত বিশেষ করে আলেমগণ, প্রাণী একটা কুকুর তাকেও দেখা যায় নিজের বিছানায় নিয়ে যত্ন সহকারে মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু তার পিতা-মাতা কোথায় থাকে সে খবরটা সে রাখেনা।
আবার দেখা যায় আলেমদের কাছে, ঠাকুরের কাছে, কিংবা মাজারে গরু, মহিষ, ছাগল, টাকার বস্তা পাঠিয়ে দেয় কিংবা নিয়ে যায়। কিন্তু পিতা-মাতার খোঁজখবর নেই। তাই আমি এই লেখাটি লিখছি যেন সকলে পিতা-মাতার প্রতি যত্নশীল হয় সবার আগে।
প্রতিটি সন্তানের মনে রাখা উচিত যে, তার উপরে কুকুর, ঠাকুর মাওলানা, পীর কেউ খুশি থাকুক বা না থাকুক, তাতে কিছুই আসে যায় না, তার পিতা-মাতা যেন খুশি থাকে, তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ যেন খুশি থাকে।
Comments
Post a Comment