পথের মানুষ

 পথের মানুষ

খাদিজা বেগম


পথের মাঝে জন্ম আমার

আবার পথেই হবে মরতে,

আমি তো এই পথের মানুষ 

আমার বাড়ি ঘর ঐ পথে।


জায়গা জমি দালানকোঠা 

এসব কিছুই আমার নয় তো,

হঠাৎ করে চলে যাব

আজকেই মরণ হবে হয় তো‌।

তাই তো আমি ব্যস্ত থাকি 

অন্যায় থেকে দূরে সরতে।।


আমি,আমার সন্তান, সংসার 

আর আত্মীয়-স্বজন সবে,

আজ জিম্মাদার আমি সবার

তারি হিসাব দিতেই হবে।

তাই নিজেকে কোরান থেকে 

চাই মানুষের মতো গড়তে।।


আমার শত্রু, বন্ধু সেজে

আমার মনের ভেতর থাকে,

ক্ষণিকের সুখ দেখিয়ে সে

পথ ভুলিয়ে দেয় আমাকে।

তাইতো আমায় প্রতিটা দিন 

তারই সাথে হয় খুব লড়তে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান