দেশের জন্য
দেশের জন্য
খাদিজা বেগম
একটা সময় দেশের জন্য
দেশের সন্তান জীবন দিত,
দেশমাতাকে রক্ষা করতে
দেশের শত্রুর জীবন নিত।।
এখন দেখি দেশের সন্তান
ঘুরছে দেশের শত্রুর সাথে,
নিজের দেশটা ধ্বংস করছে
লুটপাট করছে দিনে রাতে।
দেশ মাতার বিপক্ষে আজ
শত্রুর পক্ষে নিবেদিত।।
ব্রিটিশ শোষণ, পাক হানাদার
ওসব করে এলাম গত,
এবার ওদের ধ্বংস করে
ঘুচাবো এই দেশের ক্ষত।
ওরাই এখন বড় বিপদ
দেশের জন্য কলঙ্কিত।।
আয় ছুটে আয় মুক্তি সেনা
দেশ মাতাকে রক্ষা করবো,
দুর্নীতিকে ধ্বংস করতে
আমরা, আবার না হয় মরবো।
তবু এ দেশে রেখে যাবো
সূর্যের মতো আলোকিত ।।
Comments
Post a Comment