বন্য প্রাণী

 বন্য প্রাণী

খাদিজা বেগম 


বন্য প্রাণী প্রতিদিনি 

আয়নায় দেখে মানুষের রুপ,

মানব মাঝে বাস করে সে 

ক্ষতি করে মানুষের খুব।।


মানুষের সুখ সয়না তাহার 

সহ্য হয় না লোকের হাসি,

মানুষেরে মনে করে 

তার হুকুমের গোলাম, দাসী।

নিজের কথা বলে না কেউ 

সবাই থাকে তার ভয়ে চুপ।।


ন্যেয্য কথা বললে কেহ 

ন্যেয্য দাবি চাইলে কেহ!

গুম করিবে, খুন করিবে 

রক্তে রঙিন করবে দেহ।

তাহার জন্য তৈরি করবে

নানান রকম যন্ত্রণার কূপ।।


তার বিবেকের আয়নাতে সে 

একদিন দেখবে বিকৃত মুখ,

সারা দেহে জ্বলবে আগুন 

পুড়ে যাবে তার সকল সুখ।

পাপের মাঝে দেখবে নিজে

যে পাপে সে দিয়েছে ডুব।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান