বাঙালি নাই
বাঙালি নাই
খাদিজা বেগম
বাংলাদেশে বাঙালি নাই
কেউ মুসলমান কেহো হিন্দু,
কেহো নেতা কেহো আমলা
বাংলাদেশের আজ নাই বন্ধু ।।
আইনের নামে বেআইনি কাজ
চলছে চোখের সামনে দিয়ে,
সেবার নামে পাচার করে
যাচ্ছে দেশের সম্পদ নিয়ে।
চরণ চাটা সরকারি দাস
আদালতের লোক অসাধু।।
হায়নার খাঁচা ভেঙ্গে এসে
বন্দি এদেশ দুর্নীতিতে,
কারো কিছু আসে যায় না
বাংলাদেশের এই ক্ষতিতে,
দেশের জন্য কেউ কাঁদে না
কারো মায়া নাই এক বিন্দু।।
দেশমাতা কে বাসতো ভালো
যদি থাকতো তাহার ছেলে,
দেশের শত্রু বলেই তোমরা
অন্ধকারে দাও দেশ ঠেলে।
দেশের ছেলে দেশের প্রতি
প্রেম রাখে তার সিন্ধু সিন্ধু।।
Comments
Post a Comment