ষোল তারিখ

 ষোল তারিখ

খাদিজা বেগম 


ডিসেম্বরের ষোল তারিখ 

সেই উনিশশো একাত্তরে,

অত্যাচারী, দখলদারি 

শেষ করেছি চিরতরে।।


বাংলা মায়ের সন্তান আমরা 

মিলেমিশে থাকবো সবাই,

সজাক থাকবো দেশের জন্য 

দেশের উপর আর কিছু নাই।

দেশের ক্ষতি করবে যারা

যুদ্ধ করব তাদের তরে।।


প্রাণের চেয়ে অনেক দামি 

দেশের সম্পদ, দেশের সম্মান,

জীবন দিয়ে হলেও আমরা 

রক্ষা করব দেশের সুনাম।

পরিশ্রম আর নৈতিকতায় 

আমরা দেশটা তুলবো গড়ে।।


দেশের শত্রু দুর্নীতিবাজ 

ঠাঁই দেবনা বাংলাদেশে,

দেশমাতা কে রক্ষা করবো 

আমরা সবাই ভালোবেসে।

প্রয়োজনে দেশের তরে 

বীরের মত যাবো মরে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান