অন্ধ
অন্ধ
খাদিজা বেগম
যখন তুমি অন্ধ ছিলে
তখন ছিলাম তোমার সাথী,
হাতে ধরে পথ দেখাতাম
সঙ্গে থাকতাম দিবারাতি।।
এখন দেখছো তোমার চোখে
নানান রঙের এই দুনিয়া,
এখন তুমি যাচ্ছ রেগে
আমার মুখের ডাক শুনিয়া।
আবর্জনা ভেবেই আমায়
যখন তখন মারছো লাথি।।
তখন আন্ধ ছিল নয়ন
এখন তোমার বিবেক অন্ধ,
তাই এখন আর নাই ফুলের ঘ্রাণ
ব্যবহারে পাই দুর্গন্ধ।
এখন তারে নাই প্রয়োজন
যে জন ছিল ব্যথার ব্যাথী।।
চোখে দেখা অহংকারে
এখন দেখতে পাও না সত্য,
মিথ্যে সুখের নেশায় তুমি
সত্যি সত্যি হলে মত্ত।
আবার তুমি অন্ধ হবে
বন্ধ হবে তোমার বাতি🕯️।।
বলছি তোমায় থাকতে সময়
ভেতর করো আলোকিত,
সেই আলোতে এই পৃথিবী
হোক না আবার পুলকিত।
যারা অন্যের ক্ষতি করে
তারাই বড় আত্মঘাতী।।
Comments
Post a Comment