বাংলাদেশ
বাংলাদেশ
খাদিজা বেগম
বাংলাদেশ ও ও বাংলাদেশ
আমার সোনার দেশ বাংলাদেশ,
তুমি আছো তুমি রবে
কভু তোমার হবে না শেষ।।।
নয় মাস ধরে যুদ্ধ করে
জয় করেছি এই বাংলাদেশ,
চলবে না আর তোমার প্রতি
কারো জুলুম কারো আদেশ।
রক্ত দিয়ে কেনা এই দেশ
বীর শহীদের দেশ বাংলাদেশ।।
জন্মভূমি বাংলা তুমি
তুমি মোদের ভালোবাসা,
তোমায় কত ভালোবসি
তা বুঝাবার নাই তো ভাষা।
যত দূরে যাই তবু পাই
মনে মনে তোমার আবেশ।।
হাজার কষ্ট যন্ত্রনাতেও
ছেড়ে যাবো না আমার দেশ,
তোমার মত কোথায়ও নাই
এতো খুশি এতো আয়েস।
মরে গিয়ে থাকবো শুইয়ে
তোমার বুকেই করবো প্রবেশ।।
Comments
Post a Comment