কেমন ভালবাসা??

 কেমন ভালবাসা??

খাদিজা বেগম 


জনে জনে ভালোবাসো! 

আজ তানিয়া, কাল ছোনিয়া 

এটা কেমন ভালবাসা?

খেলছ কেন এই মন নিয়া??


এক জনমে দুঃখ আর সুখ

সবই থাকবে এক কপালে,

 সুখ না পেলে তাই বলে কি 

চলে যাবে চিরকালে।

দুঃখের সময় ধৈর্য ধরো

সুখ আসিবে দিন গুনিয়া।।


যে সুখ পেতে চলে গেছো

তুমি সেই সুখ কি পেয়েছো?

চলে যাবার অজুহাতে 

বিনা দোষে কাঁদিয়েছো?

অন্যজনার জন্য আমায় 

ভুলে গেছো কথা দিয়া।।


ঐতো আমি আজও একা

তোমার স্মৃতির জলে ভাসি,

বহুদূরে আছো সরে

তবু একলা ভালোবাসি।

উড়াল পাখির মতো তুমি 

চলে গেছো মন ভাঙ্গিয়া।।





Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান