জনসংখ্যা
জনসংখ্যা
খাদিজা বেগম
দেশটা ভরা কানায় কানায়
অগুনিত জনসংখ্যায়,
তাই কোথাও শৃঙ্খলা নাই
বিশৃঙ্খলার কে নেবে দায়??
রাজনীতিতে দুর্নীতি আর
শিক্ষার নামে ব্যবসা চলে,
কৃষক, শ্রমিক গড়ছে এদেশ
গা ভিজিয়ে নোনা জলে।
তবু তারা অনাহারী
গুলি খেয়ে মরে রাস্তায়।।
দেশের অর্থ, শ্রোম, মেধা
খুব নিরবে হচ্ছে পাচার,
খোথাও কেউ নেই তা দেখার
আদালতে নাই সুবিচার।
ব্যস্ত এখন পুলিশের লোক
চোর, ডাকাতের নিরাপত্তায়।।
মূল্যহীন আজ আমজনতা
কথা বলার নাই অধিকার,
ন্যায্য দাবি চাইতে গেলে
অবিচারের হবে শিকার।
যেমন খুশি চলছে তেমন
এখানে নাই কেউ প্রশ্ন করার।।
Comments
Post a Comment