ক্ষমতা

 ক্ষমতা 

খাদিজা বেগম 


মরছে পুলিশ, শ্রমিক, নেতা 

তাতে, তাদের কি আসে যায়?

মানুষ রুপি হায়না ওরা 

সারা জীবন ক্ষমতা চায়।


সেবার নামে খাচ্ছে লুটে 

মানুষের প্রাণ, রক্ত, দেহো,

তবু ওদের নাই অনুতাপ 

হায়নার মতো হাসছে হোহো।

টিকে থাকার এই লড়াইয়ে

না না মানবো না পরাজয়।।


জীবনটাকে বাজি ধরে

শিকার করব হিংস্র হায়না,

এই দেশেতে ঠাই দেবো না 

যারা দেশের ভালো চায়না।

আমজনতার শত্রু ওরা 

বন্ধু সেজে সব লুটে খায়।।


দলে দলে জোট বেঁধে খায় 

আত্মীয়-স্বজন নিয়ে ও খায়,

নিয়ম নীতির নামে ও খায় 

দখলদারি করে ও খায়।

যখন খেতে পারে না আর

দেশের টাকা বিদেশ পাঠায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান