মুখে মুখে গণতন্ত্র
মুখে মুখে গণতন্ত্র
খাদিজা বেগম
রাজনীতিতে সততা নাই
কানায় কানায় ষড়যন্ত্র,
কাজে কর্মে দুর্নীতি আজ
মুখে মুখে গণতন্ত্র।
দুর্নীতিবাজ হায়নার পিছে
লেজ নাড়ানো কুকুর যারা,
দেশের ভালো দশেরে ভালো
কোনোদিনও চাইনি তারা।
রাজনীতিবিদ আজ হয়েছে
দুর্নীতিবাজ মরন যন্ত্র।।
তাই তো মরছে রাজপথে আজ
আমজনতা, পুলিশ, শ্রমিক,
দুর্নীতির জাল ছেঁড়ার জন্য
ছুটছে মানুষ দিক বেদিক।
আইন আদালত, হাটবাজারে
অবিচারের নাই আর অন্ত্র।।
মানবো না, না না, মানবো না
সুশাসনের নামে শোষণ,
নিত্য নিত্য মারার চেয়ে
হয় যদি হোক আজকেই মরণ।
তবু দেবো ভেঙেচুরে
ওই বিষাক্ত সাপের দন্ত।।
Comments
Post a Comment