মায়াবী
মায়াবী
খাদিজা বেগম
মায়া মুখে সুরমা চোখে
আলতা দিয়ে পায়,
এক মায়াবী আমার পানে
আড়ে আড়ে চায়।
তারে দেখে মনটা নাচে
ভালোলাগে খুব,
ভালবাসি বলতে গেলেই
মুখ হয়ে যায় চুপ।
কেমন করে বলবো তারে
তারে এ মন চায়।।
ডানে বামে তারে দেখি
কাটেনা তার ঘোর,
তারে ভেবে ঘুম আসে না
জেগে জেগেই ভোর।
তার কাছে মন চোরের মতন
চুপি চুপি যায়।।
দিবানিশি থাকে মনে
ভোলা যায় না মুখ,
তার বলাতে তার চালাতে
সব কিছুতেই সুখ।
তার প্রেমেরি অসুখ এখন
আমার সারা গায়।।
Comments
Post a Comment