বাজেট
বাজেট
খাদিজা বেগম
ওরা নাকি দেশের সেবক
গরিব দুঃখী লোকের বন্ধু,
ওসব কথা মিথ্যে কথা
মিথ্যে বলে বেড়ায় শুধু।
বাজেট করে ধনীর জন্য
গরীব দুঃখীর রক্ত চুষে,
দুঃখীর পেটে লাথি মারে
কষ্ট দিচ্ছে বিনা দুষে।
ওরা হলো পাচারকারী
দেশ দরদী সাজে শুধু।।
ঋণ খেলাপির বন্ধু ওরা
শ্রমজীবী লোকের কান্না,
ধনী লোকের জাদুর কাঠি
অমূল্য ধন হীরা, পান্না।
মধ্যবিত্ত লোকের জন্য
ওরাই এখন বিষাদ সিন্ধু।।
বাজে লোকের বাজেটে আজ
নিম্নবিত্তের মন্দ দশা,
মধ্যবিত্ত ওদের চাপে
বেঁচে থাকার পায়না আশা।
উচ্চবিত্তের চিত্ত সুখে
কথায় কথায় ঝরে মধু।।
উন্নয়নের নাম করিয়া
ঋণের বোঝায় ভরেছে দেশ,
ঋণের বোঝা টানতে টানতে
শ্রমজীবীর জীবনটা শেষ।
ষড়যন্ত্রের রাজনীতিতে
শয়তানগুলো সাজে সাধু।।
Comments
Post a Comment