তুমি দেখো বসন্ত
তুমি দেখো বসন্ত
খাদিজা বেগম
তোমার চোখের সারাটা ক্ষণ
তুমি দেখো বসন্ত,
আমার চোখে বর্ষা ঝরে
দুঃখ ভরা অনন্ত।
তোমার বাগান ফুলে ভরা
পাগল করা সৌরভে,
আমারে বাগান দাবানল আজ
তোমার মিথ্যা গৌরবে।
আমার প্রতি থাকলে মায়া
এই মন হাকতো জীবন্ত।।
তোমার জীবন আলোকিত
থাকো তুমি আলোতে,
আমার জীবন অন্ধকারে
থাকি আমি কালোতে।
হাজার সুখে সুখী তুমি
সুখের স্রোতে ভাসন্ত।।
ভালবাসি বলে আমার
কেনো আমার হলে না?
চিরতরে চলে গেলে
একবার দেখা দিলে না?
বিরহী মন জ্বলে পুড়ে
তোমার তরে খুব ক্লান্ত।।
Comments
Post a Comment