দুর্ভাগা ভাগ্য

 দুর্ভাগা ভাগ্য

খাদিজা বেগম 


ও দুর্ভাগা ভাগ্য আমার 

আমারে তুই দে মুক্তি দে,

তোর কারনে বন্দী জীবন 

দিবানিশি যাচ্ছি কেঁদে।


আমার গাড়ি নাই বাড়ি নাই 

নাইরে হেঁটে চলার চরণ,

আদরের জন মরিয়া যায় 

আমার হয়না কেন মরণ?

কোন কারনে বেঁচে আছি 

তুই আমারে বলিয়া দে??


তোর কারনে বিনা দোষে 

এই দুনিয়ায় আমি দোষী,

কাঁচের মত ভাঙ্গিয়া যায়

যতই শক্ত স্বপ্ন পুষি।

থাকতে চাই না এই সমাজে

তুই আমারে উঠাইয়া নে।


রোগে নয় রে শোকে নয় রে 

অমানুষের জন্য ভুগি,

দুর্ব্যবহার কারলো আমায়

দুরারোগ্য এক জন রোগী।

ওরা কেন থাকতে দেয় না 

আমার মত এই আমারে??

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান