ছেলে
ছেলে
খাদিজা বেগম
ছেলে, আমার প্রিয় ছেলে
ঘুরোনা আর মেয়ের পিছে,
হিসাব শেষে দেখবে তুমি
তোমার ষোল আনাই মিছে।
নিজের পিছে লেগে থাকো
এগিয়ে যাও সামনের দিকে,
অর্থ সম্মান থাকলে দেখবে
মেয়ে বাবা চারিদিকে।
বড় কিছু পাইতে হলে
ত্যাগ করো সব ছোট ইচ্ছে।।
ছেলে, মেয়ে সহজ সরল
শয়তানটা ফাজিল অতি,
বন্ধুর নামে কাছে টানে
টানতে টানতে করে ক্ষতি।
সঙ্গ গুনে কেউ বা রাজা
কেউবা ফাঁকির সঙ্গ দোষে।।
প্রিয় ছেলে না যেওনা
যার কাছে নাই পবিত্রতা,
নাই যার ক্ষণ সম্বন্ধে জ্ঞান
নাই ইতিহাস নীতি কথা।
সে তোমারে খুব গোপনে
ফেলে দেবে অতল নিচে।
Comments
Post a Comment