এ দল সে দল
এ দল সে দল
খাদিজা বেগম
এ দল ভালো সে দল ভালো
ক্ষমতাহীন দল আরো ভালো,
ক্ষমতায় এলে দলগুলো হয়
দুর্নীতিবাজ আঁধার কালো।
বিরোধী দল নীতিবান হয়
তারাই দেশের ভালোটা চায়,
ক্ষমতাটা পেলে হাতে
তারাই আবার লুট করে খায়।
দলের কথা ভুলে গিয়ে
এবার দেশের কথা বল।
এ দল সে দল একই যাতার
দুটি পাশের দুটি চাকা,
দুই দোলেতেই ঋণ খেলাপি
স্বদেশ প্রেমের রুপে ঢাকা।
দুর্নীতিবাজ দলগুলোকে
বল, কেন তোমরা পালো??
এদল চিনি ওদল চিনি
দলগুলো সব পাচারকারী,
অর্থ পাচার করে করে
বিদেশ গড়ে বাড়ি, গাড়ি।
দলের চেয়ে দেশটা বড়
দেশটাকে ভাই বাসো ভালো।।
নির্বাচনের নামে যারা
প্রতীক করে বেচাকেনা,
তাদের পক্ষে কাজ করিলে
শোধ হবেনা দেশের দেনা।
দেশের সন্তান হয়েও কেন
দেশের সম্মান নিয়ে খেলো??
তোমরা যারা চাঁদাবাজ আজ
এই সমাজের চোখে সন্ত্রাস,
ভুলে গেছো বায়ান্ন আর
একাত্তরের সেই ইতিহাস।
তোমাদের মত যুবকেরাই
দেশের জন্য জীবন দিলো।।
তোমরা যুবক দেশের সন্তান
দেশের সুনাম করছ নষ্ট,
গুম, খুন, ধর্ষণ, হত্যা করে
দেশমাতাকে দিচ্ছ কষ্ট।
দলের জন্য দাস না হয়ে
দেশের জন্য হৃদয় খোলো।।
প্রতিবাদী না হয়ে কেন
আজকে তোমরা অপরাধী,
দুর্নীতিবাজ দেশ হিসাবে
বিশ্বে দিচ্ছ প্রমাণাদি।
নীতিবান লোক হয়ে তোমরা
দেশের মান জাগিয়ে তোলো।।
জন্ম থেকে দেশমাতাটা
দলীয় চোরের জন্য ঋণী,
তোমরা যদি না জাগো ভাই
এমনি চলবে চিরদিনি।
বিবেক বুদ্ধি নিয়ে জাগো
নৈতিকতার সাথে চলো।।
দল বা প্রতীক দেখে আর নয়
ভোটটি দিও মানুষ চিনে,
অমানুষকে ভোট দিলে ভাই
দেশ ডুবাবে ঋণে ঋণে।
নিজের জন্য দেশের জন্য
দাও ছড়িয়ে চিন্তার আলো।।
Comments
Post a Comment