ভাগ্যের দুয়ার

 ভাগ্যের দুয়ার

খাদিজা বেগম 


ভাগ্যের দুয়ার বন্ধ আমার 

দ্বারে দ্বারে খুঁজি চাবি,

কেমন করে খুলবো তারে 

দিবানিশি তাহাই ভাবী।


তাহা ভাঙ্গার নাই হাতুড়ি 

ভাগ্যের দুয়ার শক্ত এত,

বন্ধ দুয়ার খুলতে গিয়ে 

হাঁতুড় ভাঙলাম কত শত।

কোনো কাজে ফল আসেনা।

আমি যতই হই হীসাবি।।


শোনো শোনো ভাগ্যদাতা

ভাগ্য করো পরিবর্তন,

সৌভাগ্যের দ্বার খোলো তুমি

বড় কঠিন লাগে জীবন।

দাও খুলে দাও ভাগ্যের দুয়ার 

তোমার কাছে আমার দাবী।।


আমি তোমার তুমি আমার 

তবে কেন আমায় কাঁদাও?

আমি তোমার অপরাধী 

তুমি আমায় মাফ করে দাও।

আর কতকাল কাঁদবো আমি

চোখের জলে বুক ভাসাবি??

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান