এসেছি গো
এসেছি গো
খাদিজা বেগম
এসেছি গো এসেছি এই
আর নয় কোনো নয় অপেক্ষা,
এখন থেকে থাকবো সাথে
থাকবো না আর আমরা একা একা।।
সুখে, দুখে, হাসি, কান্নায়
চলব সাথে পা মিলিয়ে,
যদি আসে মন ভাঙ্গা ঝড়
তবু যাব না পালিয়ে।
ভালোবাসার মলম দেবো
হবো তোমার মন সেবিকা।।
যদি আমরা অনাহারে
অনাহারে হই খুব কাতর,
তবু রবো মিলে মিশে
যদিও হয় নিষ্প্রাণ গতোর।
একই সাথে মরতে রাজি
পারবো না গো বাঁচতে একা একা।।
তুমি আমি আমরা দুজন
মন মাতানো ঘ্রান ছড়াবো,
ভালোবাসার পরশ মেখে
দুজনাতে মন জুড়াবো।
তুমি আমি এক আকাশের
হয়ে যাবো প্রেম তারকা।।
Comments
Post a Comment