আইনের ভাষা
আইনের ভাষা
খাদিজা বেগম
যতই বুঝাও বুঝবে না রে
আইনের ভাষা কুকুরে,
কুকুরের দল বুঝাইতে হয়
লোহার তৈরি মুগুরে।
কাজে কর্মে ওদের মাঝে
দেখি কুত্তার পরিচয়,
কুত্তাগুলো তাড়িয়ে দিতে
দে আঘাত দে কুত্তার গায়।
সাধুরূপী কুকুরগুলো
ঘেউ ঘেউ করে দুপুরে।।
কোরমা, পোলাও হজম হয় না
না পরিলে পেটে মল,
লোভটা ওদের এতই বেশি
সদা জিহ্বায় লোভের জল।
মানব সমাজ গুমড়ে কাঁদে
কথা কয় না বাপুরে ।।
মানুষ খুঁজে দিশেহারা
আজকাল মানব সমাজে,
সুচিন্তা নাই, নাই শততা
বিকৃত জ্ঞান কুকাজে।।
কুকুরের বিষ এতো তীব্র
ভয়ে কাঁদে সাপুড়ে।।
মানুষ রূপে ছুটে বেড়ায়
দলে দলে কুকুর দল,
দেখতে সুন্দর নাদুসনুদুস
ঝরায় অন্য চোখের জল।
বাঁচার মত বাঁচতে হলে
শেষ করে দে অঙ্কুরে।।
কোথায় গেলো বিবেক, বুদ্ধি
খেয়েছ কি তা ভয়ে?
বিবেক, বুদ্ধি, সাহস ছাড়া
স্বাধ পাবে না বিজয়ে।
নৈতিকতার অবক্ষয়ে
দেশ ভরেছে বাদুড়ে।।
তোমরা মানুষ কেমন মানুষ
নেতা মানো কুত্তারে?
রাত্রি কাটাও কুত্তার সাথে
ষড়যন্ত্রের মাদুরে ।
ভবিষ্যতের কথা ভাবো
ওরে সোনার জাদুরে।।
Comments
Post a Comment