ঝাড়ু

 ঝাড়ু

খাদিজা বেগম


ঝাড়ু, ঝাড়ু, দে ঝাড়ু দে

ওহে ঘুষখোর তোর ভিতরে,

তোর ভিতরটা ভরে গেছে 

লোভ লালসার অন্ধকারে।


 দেশের শত্রু সেই ঘৃণিত 

ঘুষের টাকা ধরে যার হাত,

তারে ধরে ফাঁসি দিয়ে 

দাও বুঝিয়ে ঘুষ অপরাধ।

ঘুষখোরেরা জঘন্য লোক 

দেশের সুনাম নষ্ট করে।।


ঘুষখোর থেকে দূরে থাকো

ঘুষখোর হয়না কারো আপন,

ঘুষখোরেরা ভেঙে দিল

বীর, শহীদদের মুক্তির স্বপন।।

ঘুষের কাছে বন্দী হয়ে 

দেশের মেধা যাচ্ছে মরে।।


রক্ষক সাজা ভক্ষক ঘুষখোর

জোট বেঁধেছে চোরের সাথে,

দেশের সুনাম করছে চুরি

খুব নীরবে ঘুষের হাতে।

নৈতিকতার আলো জ্বালা

ওরে গুষখোর তোর অন্তরে।।


ওদের হাতের কলম যেন 

বিষে ভরা বিষক্ত সাপ,

ওই কলমে যে কাজ করে 

সেই কাজেই হয় দেশের খারাপ।

সময় থাকতে জেগে ওঠো 

কলম ধরো দেশের তরে।।


লাখো যোদ্ধার রক্তে কেনা 

আমাদের এই সোনার দেশটা,

ঘুষখোরমুক্ত গড়বোই আমরা 

সদা তাই সৎ থাকার চেষ্টা।

ধন সম্পদে মান সম্মানে

তবেই দেশটা যাবে ভরে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান