শিল্পকলা একাডেমী
শিল্পকলা একাডেমী
খাদিজা বেগম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর - ছিল সংস্কৃতি প্রেমী,
তাই প্রতিষ্ঠা করেছেন এই - শিল্পকলা একাডেমী।
উনিশশো চুয়াত্তর থেকে - চলছি ৫০ বছর ধরে,
বলছি মহান মুক্তিযুদ্ধের - সেই ইতিহাস সবার দ্বারে ।
গড়ছি মানুষ গড়ার মতো - খুব সাহসী আর উদ্যামী।
বায়ান্ন আর একাত্তরের - ঐতিহাসিক সংস্কৃতি,
মাতৃভাষা আর স্বদেশ প্রেম - সোনার বাংলার রীতিনীতি।
প্রাণের চেয়ে অনেক দামি - আমাদের এই জন্মভূমি।।
সংস্কৃতির মধ্যে দিয়ে - শিক্ষা ছাড়াই হেসে হেসে,
বাংলাদেশের সংস্কৃতি - ছড়িয়ে দেই দেশে দেশে।
ইতিহাস আর ঐতিহ্যকে - আমরা করি অগ্রগামী।।
মানব মনের কষ্টগুলো - শিল্পীর স্বল্পিকতায় পুড়ে,
নাচে গানে নেচে গেয়ে - মন করে দেই খুব ফুরফুরে।
সকল প্রকার অশ্লীল মুক্ত - আমাদের এই একাডেমি।।
(শিল্পকলা একাডেমী ৫০ বছর পূর্তি উপলক্ষে এই গানটি প্রতিযোগিতায় লিখে পাঠিয়েছি)
Comments
Post a Comment