আত্মহত্যা

আত্মহত্যা

খাদিজা বেগম


আত্মহত্যা করবে কেন

তুমি কি ভয় পাও কষ্টকে?

দুঃখ, কষ্ট কম আর বেশি 

সব মানুষের মাঝেই থাকে!


কে দিয়েছে কষ্ট তোমায়

কোন চাওয়াটা পাওনি তুমি?

কোন কারণে বুকের ভিতর

অগ্নি তপ্ত মরুভূমি ?

মনোবল টাই সেরা এ বল

কেউ ভুলনা যেন তাকে।।


ভেঙে গেলে ঐ মনোবল

কোন বলেই কাজ হবেনা,

অর্থ, সম্পদ, ক্ষমতার বল

কেউ তোমাকে বাঁচাবে না।

তোমার উপর আস্থা রাখ

ভালবাসো খুব তোমাকে।।


গাছে গাছে বাসা বাঁধে

উড়ে পাখি ঐ আকাশে,

গাছ কেটে নেয় কাঠুরিয়া

তাতে পাখির কি যায় আসে।

নতুন করে বাসা বেঁধে 

নিজেকে সে ভাল রাখে।।


কেউ তোমাকে ছেড়ে গেলেও

তুমি ছেড়ে যেওনা তো,

আপন জনা জরিয়ে থাকো

ঘুচে যাবে একদিন ক্ষত।

যা গেছে তা ফের চেওনা

সুখে রাখো জীবনটাকে।।


যে কারণে মরতে চাচ্ছ

তাহা নতুন ঘটনা নয়,

এই ঘটনার পরেও মানুষ

খুব স্বাভাবিক জীবন কাটায়।

ভাগ্যটারে মেনে নিয়েই

চলতে হবেই ফের তোমাকে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান