একই যাতার দুটি চাকা

 একই যাতার দুটি চাকা

খাদিজা বেগম 


বিএনপির আর আওয়ামীলীগ 

একই যাতার দুটি চাকা,

উন্নয়নের নামে দুজন 

পাচার করে দেশের টাকা।


দুটি দলেই লুট করে খায়

বিদ্যুৎ, পানি, গ্যাস, হাট বাজার,

রক্ষক নামের ভক্ষক তারা

গরিব লোকের হয় হাহাকার।


দুটি দলই দুর্নীতিবাজ

ঋণ খেলাপি ষড়যন্ত্রকারী,

এদের যতায় পৃষ্ট হয়ে 

গরীব করে আহাজারি।

চাঁদাবাজ আর সন্ত্রাসী দল 

তাদের হাতেই পুষে থাকা।।


তেমনি পুষে রাখে পুলিশ

যেমন পোষা কুকুর, বিড়াল,

এসব জেনেও জানিনা কেউ 

এমনি চালবে কতকাল?

এই যাতাটা ভাঙতে হবে

দেশের প্রেমে হয়ে পাকা।।


মন্দ ছেড়ে ভালো ধর 

গাও গুনগান দেশের তরে,

দুর্নীতিবাজ দেশের শত্রু 

দেশের সুনাম নষ্ট করে।

দুর্নীতি কে না বলো ভাই

চাই সকলের স্বচ্ছ থাকা।।


আমরা সবাই ভালো হলে 

ভালো থাকবে আমাদের দেশ,

মেহনতি কৃষক, শ্রমিক

আর পাবে না কোন ক্লেশ।

দেশের সুনাম বেড়েই চলবে

যেমন বাড়ে গাছের শাখা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান