চলার পথে
চলার পথে
খাদিজা বেগম
চলার পথে থাকবে বাঁধা
যেতে হবে সব পেরিয়ে,
পথের শেষে তোমার জন্য
স্বর্ণ মহল হাত বাড়িয়ে।
সোনার টুকরা দেখে তুমি
হাত দিওনা অগ্নি লাভায়,
ধৈর্য ধরো নইলে তুমি
ঝলসে যাবে অগ্নি থাবায়।
তুমি একজন মহামানব
মহা আকাশ যাও ছাড়িয়ে।।
প্রয়োজন নেই তাড়াহুড়োর
ভেবেচিন্তে পথ চলিবে,
লোকের কথায় কান দিও না
চিরদিনই লোক বলিবে।
সত্যটাকে সঙ্গী করে
মিথ্যাটাকে যাও এড়িয়ে।।
পথ চলিও চোখ, কান খুলে
অন্ধবিশ্বাস করিও না,
সব বিষয়ে ছাড় দিলেও
ধন হিসাবে ছাড় দিওনা।
লোভ-লালসা মূত্রের মতো
ভিতরে থেকে দাও তাড়িয়ে।।
অগ্নি তাপে আশা পুড়ে
হৃদয় হবে মরুভূমি,
ভাবনার অতীত কষ্ট পাবে
তবু সামনে যাবেই তুমি।
শোনো না মন একটাই জীবন
জ্বলে ওঠো ছাই মারিয়ে।।
Comments
Post a Comment