শোনো আল্লাহ্

 শোনো আল্লাহ্

খাদিজা বেগম 


শোনো আল্লাহ ওগো আল্লাহ

শোনো আমার ফরিয়াত,

সহজ করো সরল করো

সঠিক করো আমার পথ।


মিথ্যে পথে না যাই যেন 

সত্য পথের সন্ধ্যান দাও,

আমার কর্ম হোক না তেমন 

তুমি যেমন করে চাও।

তোমার চাওয়াই পূরণ করো 

এটাই আমার মোনাজাত।।


চলার পথে হাজার বাঁধা

এই বাঁধ ভাঙ্গার শক্তি দাও,

কষ্টের মাঝে বন্দী আমি

কষ্ট থেকে মুক্তি দাও।

আমি বড় অপরাধী 

মাফ করে দাও অপরাধ।।


অশ্রুসিক্ত দুচোখ আমার 

অনুতাপে ভেসে যায়,

তুমি ছাড়া আর কেউ নেই যে

শান্তি দেবে এই হৃদয়।।

হে রহমান রহিম আল্লাহ

ঘুচিয়ে দাও মোর আঘাত।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান