তোয়ায় দেখতে চাই

তোমায় দেখতে চাই

খাদিজা বেগম 


সকল কিছু দেখার আগে 

আল্লাহ, তোমায় দেখিতে চাই,

দয়া করে দেখা দিও 

আমার কোন যোগ্যতা নাই।


চেতনা আর চিন্তা জুড়ে 

তুমি থেকো এই অন্তরে,

চোখ বুজিলে খুলিলেও

সদা যেন পাই তোমারে।

তুমি থেকো মনে আমার 

সব যদিও ভুলিয়া যাই।।


আলোচনা শুরুর আগে 

যেন আমি করি সালাম,

কাজের আগে বলি যেন 

বিসমিল্লাহ এই সুন্দর কালাম।

সব মালিকের সেরা মালিক 

আল্লাহ তোমার করুণা চাই।


মুখের কথা চোখের আলো

সব যদিও হারিয়ে যায়,

তোমায় পেলে সবই পাবো

হারাই না যে আল্লাহ তোমায়।

তোমার আছে অনেক জনা 

তুমি ছাড়া আমার কেউ নাই।।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান