ভয় করো না
ভয় করো না
খাদিজা বেগম
সূর্য ডুববে সন্ধ্যা হবে
চারিদিকটা হবে কালো,
তাই দেখে কেউ ভয় করো না
উঠবেই সূর্য ফুটবেই আলো।
কষ্ট পাবে কাঁদবে নয়ন
বুকটা করবে খুব হাহাকার,
বারে বারে বলবে মনটা
এই দুনিয়ায় কেউ নাই আমার।
ভেবে দেখ কত জনা
তোমায় অনেক বাসে ভালো।।
অন্ধবিশ্বাস করলে তুমি
হবেই তোমার বিশ্বাস ভঙ্গ,
অভিনয়ের মঞ্চে শয়তান
সাধু সাজে দেবে সঙ্গ।
চোখ, কান খোলা রেখো তুমি
সদা ন্যায়ের পথে চলো।।
পেটের ক্ষুধা, জ্ঞানের ক্ষুধা
হাজার ক্ষুধায় কাতর হবে,
পরিপূর্ণ তৃপ্তি বলে
সত্য ছাড়া নাই এই ভবে।
অগ্নি তাপে জ্বলে পড়ে
মানব জীবন হয় রসালো।।
যদি বুকটা জ্বলে, জ্বলুক
জ্বলে পুড়ে একদিন থামবে,
ধৈর্য ধরলে এই বুকেতেই
একদিন সুখের বৃষ্টি নামবে।
কান্না পেলে কাঁদবে তুমি
তাহা থামাও কেন বলো??
যেমন জোয়ার ভাটার নদী
তেমন হাসি কান্নার জীবন,
কান্নার পরে থাকবে হাসি
ভাটার পরে জোয়ার তেমন।
থাকে যদি থাকুক জীবন
একটুখানি এলোমেলো।।
Comments
Post a Comment