বন্ধু ছাড়া

বন্ধু ছাড়া 

খাদিজা বেগম 


বন্ধু ছাড়া ভাল্লাগে না

এই দুনিয়ার কিছু,

বন্ধু ভেবে ঘুরলাম আমি 

কতজনার পিছু।


ভাল্লাগেনা আমায় ছেড়ে

সুখের সময় নাকি,

খুব বিপদে পাইনা তাদের

যতই আমি ডাকি।

প্রয়োজনে পা টিপে দেয় 

নইলে ময়লা টিস্যু।।


বন্ধু হওয়ার যোগ্যতা নাই

সব অতিথি পাখি,

পিতা মাতা সেরা বন্ধু

তাদের যত্নে রাখি।

শ্রদ্ধার সাথে বলবো কথা 

কন্ঠ করে নিচু।।


ঘরের মাঝে বন্ধ রেখে 

বাইরে বন্ধু খুঁজি,

আমার মতো বোকা মানুষ 

নাই দুনিয়ায় বুঝি।

বড় বন্ধু  পিতা মাতা 

পর্বত থেকে উঁচু।।


সব বিপদের সামনে দাঁড়ায়

পিতা-মাতা আগে,

পিতা-মাতা ছাড়া জীবন 

খুব অসহায় লাগে।

হৃদয় জুড়ে থাকুক সবার 

পিতা-মাতার স্ট্যাচু।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান