যৈনতা

 যৈনতা

খাদিজা বেগম 


যৈনতা মোর মালিক হবে

আমি হবো যৈনতার দাস,

ওরে আমার পাগল মনটা

মনে মনে তুই কি তাই চাস?


আমি মানুষ স্বাধীন চেতা

সবার আগে স্বাধীনতা,

আমি কারো দাস হবেনা

মনে রেখো হে যৈনতা।

তোমার ভাবনায় আমার সময় 

দেব না আর হতে উদাস।।


তোমার পাল্লায় পরে পাগল

আমি হতে পারব না আর,

অনেক কর্ম জমে আছে

ডেকনা আর আমায় বারবার।

হে যৈনতা তোর তাড়নায় 

কত জনা জীবিত লাশ।।


পান করিলে শুধু একবার

যৈনতার জল করে মাতাল,

নেশার ঘোরে ডুবিয়ে দেয়

এক করে দেয় সকাল বিকাল।

যৈনতাকে সামলে রেখো 

নইলে তোমায় করবে গ্রাস।


প্রাণী উদ্ভিদ সবার মাঝে 

বসত করে এই যৌনতা,

যৈনতা নয় লজ্জার বিষয়

খুব স্বাভাবিক প্রক্রিয়া তা।

এই যৈনতার জন্য যেন 

ধ্বংস না হয় পবিত্রতা।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান