হজের মাঠে
হজের মাঠে
খাদিজা বেগম
আমার অবুঝ মনটা কি আর
তোমার নিলা খেলা বুঝে?
প্রতি বছর হজের মাঠে
না বুঝে সে মোরে খুঁজে।
দলে দলে হাজিরা সব
ঘুরে তোমার ঘরের পাশে,
আমি কান্দি দূরোদেশে
তোমার কাছে যাইবার আসে।
আমার যেতে অনেক বাঁধা
মন চলে যায় নয়ন বুজে।।
স্বপ্ন আমার রাজার মতো
যাবো মহারাজার কাছে,
আমি একজন ভিখারিনি
সেই যোগ্যতা কি মোর আছে?
তুমি অসীম ক্ষমতাসীন
নিয়ে চলো না গো মুঝে।
আমার এ মন মনে মনে
হজে যেতে দিচ্ছে তাড়া,
টাকা পয়সা নাই তো আমার
আল্লাহ, তোমার দয়া ছাড়া।
হজে যাবার এই আবেদন
রেখে নয়ন আমার ভিজে।।
Comments
Post a Comment