এই বর্ষাতে

 এই বর্ষাতে

খাদিজা বেগম 


এই বর্ষাতে তোমার সাথে

মন চায় ভিজে ভিজে নাচি,

এসো না গো চলে এসো 

খেলবো দুজন কানামাছি।


মেঘের ভিতর বৃষ্টি থাকে

গাছ ঝরিয়ে থাকে লতা‌,

মনের ভেতর তুমি থাকো

কেন জানো না সে কথা!

নদীর বুকে উর্মি থাকে

ফুলের বুকে দেখ ঐ মৌমাছি।।


দিবানিশি মিশে থাকো 

তুমি আমার অনুভবে,

হাত বাড়ালে পাইনা তোমায়

এ কেমন প্রেম বলো তবে?

তুমি আমি আমরা দুজন 

মন চায় থাকি কাছাকাছি।।


মন নিয়েছ ভালবাসি

ভালবাসি বলে বলে,

আরো কত রাত জাগাবে

ভেজাবে চোখ কষ্টের জলে?

তোমায় ছাড়া ভাল্লাগে না 

কোন মতে বেঁচে আছি।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান