প্রেম নেবনা

 প্রেম নেবো না

খাদিজা বেগম 



প্রেম নেবো না, প্রেম দেবো না

প্রেমের লেনদেন করিবো না,

নানা না রে প্রেম করিয়া 

মরার আগে মরিবো না।


প্রেমের দৃষ্টি যতো মিষ্টি

তার চেয়েও মিষ্টি ছোঁয়া,

ছোঁয়ায় ছোঁয়ায় সব হারাবে 

যাবে না আর কিছুই পাওয়া।

নিজের জন্য প্রেমিক হও মন

নিজের জন্য হও দিওয়ানা।।


সব কিছুরি থাকে সীমা

নিয়ম-কানুন সময়-সুযোগ,

অসময়ে প্রেমে পড়লে 

আসবে নেমে মহা দুর্যোগ।

 প্রেমিক মনা ভেসে যাবে 

শুনবেনা সে কোনো মানা।।


টুকরো টুকরো সুখ পেতে আজ

সময় নষ্ট করো না আর,

ধৈর্য ধরে এগিয়ে যাও

সামনে আছে সুখের পাহাড়।

অসীম সুখের বাড়ি আছে

 ধৈর্য ছাড়া তা পাবোনা।।


প্রেমে কষ্ট, প্রেমে দুঃখ

প্রেমের হৃদয় ভাঙ্গিয়া দেয়,

নয়নের ঘুম কেড়ে নিয়ে 

রাত জাগিয়া প্রেমে কাঁদায়।

লপাগল ছাড়া প্রেমিক হয় না

তাই আমি প্রেম করিবো না।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান