মেঘ বালিকা
মেঘ বালিকা
খাদিজা বেগম
মেঘ বালিকা মেঘ বালিকা
কার আকাশে তুমি থাকো?
বৃষ্টি হয়ে ঝরে পড়ে
কার হৃদয়টা শীতল রাখো??
কার বিকালে প্রেম ছড়ালে
আমার বিকেল মেঘে ঢেকে?
কার রাত্রিতে চাঁদ হয়েছ
আমায় অন্ধকারে রেখে?
প্রেম ধনুর প্রেম রঙে রঙে
কার গোধূলি তুমি আঁকো??
কার নদীতে ঢেউ তুলেছ
আমায় রেখে বালুচরে?
কার বাগানের ফুল হয়েছে
দাগ লাগিয়ে এই অন্তরে?
তাড়িয়ে দিয়ে এই আমারে
কার আশাতে গড়ছ সাঁকো??
কার তরেতে বাসর সাজাও
আমার স্বপ্ন ভেঙ্গে চুরে,
কারে তুমি কাছে টানো
আমায় সরিয়ে দিয়ে দূরে?
কার নিশিতে জেগে থেকে
তুমি কারে জোসনা মাখো??
Comments
Post a Comment