কচ্ছপ

 কচ্ছপ

খাদিজা বেগম 


কচ্ছপ হয়ে মুখ লুকিয়ে 

বাঁচতে চাই না শত বছর, 

বাঁচার জন্য অনেক বেশি 

বিদ্রোহীদের একটি প্রহর।


ইঁদুর হয়ে বাঁচতে চাইনা 

মৃত্যুর ভয়ে অন্ধকারে, 

মানুষ হয়ে মরিতে চাই 

ভয়ের সাথে যুদ্ধ করে।

নিজের বলে রাখবো ধরে 

আলো ভরা একটা অন্তর।।


সত্য আমার জীবন পাখি 

সাহস আমার দেহের মাথা, 

মাথা থাকতে হারাবে না 

কোনদিনও মোর সততা।

কাউকে দেবো না এই সততা 

ভাঙলে ভাঙুক বুকের পাঁজর।‌।


সত্যবাদীর বন্ধু আমি 

মিথ্যাবাদীর জন্য দুষমন,

সুবিচারের যাতা কলের 

দুর্নীতি কে করবো দমন।

গরিব, দুঃখীর জন্য আমি 

একজন আদর মাখা চাদর।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান