জান্নাতের পাখি

 জান্নাতের পাখি

খাদিজা বেগম 


আমার কোলে এসেছিল

জান্নাতের এক পাখি,

খুব আদরে পুষতাম তারে

তবু দিল ফাঁকি।।


খাবার তুলে মুখে দিতাম

আমি আমার হাতে,

চোখে চোখে রাখতাম তারে

সদা দিনেরাতে।

তবু গেছে পাঁজর ভেঙে

কষ্ট কোথায় রাখি??


সেই পাখিটা ছিল আমার

দুই নয়নের আলো,

পাখি ছাড়া দিশেহারা

সবি দেখি কালো।

তবু পাখির নাম ধরিয়া

কান্দে আমার আঁখি।।


বুকের মাঝে ঘুম পাড়াইতাম

ঘুম পাড়ানী গানে,

সেই বুক আমার ডুবে গেছে

তার বিরহের বানে।

আয় ফিরে আয় সোনা ।মুখি 

তোরে ছুঁয়ে দেখি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান