যখন আমি
যখন আমি
খাদিজা বেগম
যখন আমি হাত পেতেছি
তোমার জন্য সুখ প্রার্থনায়,
তখন তুমি ষড়যন্ত্রে
লিপ্ত দুঃখ দিতে আমায়।
তাই বুঝি গো হাসছো তুমি
কেঁদেই চলছি আমি দুঃখী,
তবু আমার এই সান্তনা
আমি তোমায় দেখছি সুখী।
আমার প্রতি উদাস ছিলাম
মনে রাখতে গিয়ে তোমায়।।
যখন আমি কেঁদেছিলাম
তোমার জন্য সেজদায় পড়ে,
তখন তুমি ফাঁদ পেতেছ
আমার জন্য যত্ন করে।
তাইতো আমি বিপদে আজ
তোমার চলছে খুশীর সময়।।
যখন আমি মলম মেখে
দূর করিলাম তোমার ক্ষত,
তখন তোমার হিংসার ছুরি
মারলে বুকে শত্রুর মত।
তবুও আমি মগ্ন আছি
বন্ধু তোমার মঙ্গল চিন্তায়।।
Comments
Post a Comment