যুদ্ধ দেখি নাই

 যুদ্ধ দেখি নাই

খাদিজা বেগম 


একাত্তরের সেই দিন আমরা 

অগ্নি যুদ্ধ দেখি নাই,

আজ দেখেছি পণ্যের দামে  

গরিব দুঃখী পুড়ে ছাই।


ট্যাংয়ের মুখে পরি নাই তো 

করি নাই তার ভয়ে চিৎকার,

সিন্ডিকেটের মুখে পরে

আজ আমাদের হাহাকার।

বন্দী আমরা ওদের হাতে 

আজো আমরা মুক্তি চাই।।


দেখি নাই সেই পাক হায়েনাদের 

আজ দেখেছি চাঁদাবাজ,

স্বাধীনতা ওদের হাতে 

তাই তো জিম্মি এই সমাজ।

স্বাধীনতা স্বাধীনতা 

আজো আমরা তোমায় চাই।।


৫২ সালের সেই আন্দোলন

আমরা দেখি নাই চোখে,

বেঁচে থাকার আন্দোলনে

আজ মরেছি শীর ঠোকে।

কু রাজনীতির যাতা কলে

পৃষ্ট হচ্ছি এই আমরাই।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান