ওহে মানব
ও হে মানব
খাদিজা বেগম
০৩/১০/২০১৯
ও হে মানব, বাঁচাও, বেঁচে থাকার উৎস
নিজেকে নিজে কখনো, ভেবো না আর নিঃস্ব,
উদ্যোগী হয়ে জাগো ,উদ্যোগ নেও আজি
এই তোমাকে চিনুক ,জানুক সারা বিশ্ব।
ও হে মানব,রবে না, অকর্মা,অ-শরমা
নিজে নিজের প্রয়াসে হবে তুমি পরিশ্রমী,
টাকায় কেনা যায় না, মান-সম্মান, দাম
পরিশ্রমীরা হয়ে উঠে একদিন দামী ।
অনুশীলন করো স্নেহ,মায়া - মমতা
ধর্ম , পবিত্রতা ,ন্যায় নীতি মূল্যবোধ,
বিশুদ্ধ চেতনায় জাগাও মনুষ্যত্ব
নির্মূল করো সব হিংস্র প্রতিশোধ।
চর্চায় রাখো তুমি সুবিচার সুআচার
শ্রদ্ধা, ভক্তি, প্রেম ,সুদীক্ষার, সুশিক্ষার।
না প্রয়োজন হবে না ,এ জীবনে ভিক্ষার
নিজে খুলবে নিজের ,সৌভাগ্যের ঐ দ্বার।
শৃঙ্খলার শিকলে বাঁধো নিজেকে নিজে
হবে না তুমি কারো অশ্রুর এ কারণ,
প্রতিবাদ করো তুমি প্রতিরোধ গড়ো
সকল পাপ কর্মে করো তুমি বারণ।
ভালোবেসে হবে তুমি মানবতাবাদী
নির্ভর নির্ঝর কাজ করবে সমাজে,
হয়ে রবে সংযমী দিবে না উস্কানি
অন্যায় কারী হয় অশ্লীল পঁচা, বাজে।
ধরো না কু-সঙ্গ করো না তুমি নেশা
অন্যজনের প্রতি রেখো না কু-দৃষ্টি,
হবে দায়িত্ববান পাবে শীর্ষ স্থান
এটাই যেন হয় আমাদের সু-কৃষ্টি।
Comments
Post a Comment