ক্ষমা করে দেবে

 ক্ষমা করে দেবে

খাদিজা বেগম 


ক্ষমা করে দেবে তুমি 

আমায় ক্ষমা করে দেবে?

একটা সুযোগ দেবে তুমি 

আমায় একটা সুযোগ দেবে?


শুধরে নেব সব অপরাধ 

আমি হয়ে যাবো সরল,

হবো না আর কষ্টের কারণ

ফেলবো না আর ওই চোখের জল।

একলা আমার ঘুম আসেনা 

কান্দি তোমায় ভেবে ভেবে।।


যত কষ্ট দিয়েছি তোমায় 

দিও আমায় তাহার দ্বিগুণ,

তবু তুমি ফিরে এসো

নিভিয়ে দাও মনের আগুন।

তুমি ছাড়া মরে যাবো

তোমার প্রেমের ই অভাবে।।


আমি মানুষ নই ফেরেশতা

তাই হয়েছে কিছুটা ভুল

একটু ভাবলে দেখতে পাবে

এই দুনিয়ায় নাই কেউ নির্ভুল।

কাছে থেকেই দাওনা সাজা

তুমিই তো সাজা দেবে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান