চোখে চোখে
চোখে চোখে
খাদিজা বেগম
চোখে চোখে চেয়ে থেকে
বাঁধলে আমায় আঁখি ডোরে,
আজও আছি তোমার হয়ে
সেই বাঁধনের মায়ার ঘোরে।
আজও দেখি চেয়ে চেয়ে
নাই অধিকার ছুঁয়ে দেখার,
মনে মনে মন ছুঁয়ে যায়
শাসন মানে না তো আমার।
আজো আমি তোমার আছি
তুমি আছো কার বাসরে ??
অদৃশ্য সেই বাঁধনখানি
আজও ছিঁড়তে পারিনি তো,
যত চাইছি বাঁধন ছিঁড়তে
শক্ত হয়ে যায় যে ততো।
অগ্নি চাওয়া চাইলে কেন
কি পেয়েছো আমায় পুড়ে ??
আগে যদি জানতাম আমি
তোমার দু'চোখ সর্বনাশা,
ওই চোখেতে চেয়ে থেকে
চাইতাম না তো ভালবাসা।
আমি আজো একলা কাঁদি
তোমার স্মৃতির দ্বারে দ্বারে।।
Comments
Post a Comment