সিঙ্গা লাগাইয়া দে
সিঙ্গা লাগাইয়া দে
খাদিজা বেগম
একটা সিঙ্গা লাগাইয়া দে
আমার হিয়ার মাঝারে,
হিয়ার বিষে ঘুম আসে না
ওষুধ নেই তার বাজারে।।
ওরে ও ও সাপুরিয়া
সয় না জ্বালা শরীরে,
হিয়ার বিষে অঙ্গ জ্বলে
মরে যাবো অচিরে।
সাপের চেয়েও ভয়ংকর বিষ
আত্মা কাঁদে আহারে।।
ওরে ও ও সিঙ্গা ওয়ালা
বিষ নামাইয়া দে রে দে,
তোর চুমুকে চুমুকে বিষ
জল করিয়া দে রে দে।
কোথা থেকে এলো এই বিষ
গিলে খেলো আমারে।।
বিষে বিষে জ্বর এসেছে
পুড়ছি ভিতর বাহিরে,
কেউ বুঝেনা এই যন্ত্রণা
কোথায় মুক্তি চাহিরে?
বিষ থেকে যে মুক্ত করবে
মোর সব দেব তাহারে।।
Comments
Post a Comment