বাবার মত
বাবার মত
খাদিজা বেগম
বাবার মত কত জনের
দাড়ি, চুলে মেহেদী,
বাবার মত কারো কাছে
আমি নই তো আহ্লাদী।।
বাবার মত পাঞ্জাবি আর
টুপি পরা কত লোক,
বাবার মত আমার প্রতি
নাই কোথাও স্নেহের চোখ।
বাবার বিয়োগ ব্যথার মাঝে
হয়ে গেছি কয়েদি ।।
বাবার মত মসজিদে যায়
দেখি কত নামাজী,
বাবার মতো কেউ বলে না
আমায় যোদ্ধা, বীর, গাজী।
কেউ মুছেনা আদর করে
যখন চোখে বয় নদী।।
বাবার মতো বাবাই শুধু
অন্য কেহই হবে না,
থাকতে বাবার যত্ন করো
হারাইলে আর পাবে না।
আসবে না আর বাবা আমার
তবু কেন যে কাঁদি ??বাবার মত
খাদিজা বেগম
বাবার মত কত জনের
দাড়ি, চুলে মেহেদী,
বাবার মত কারো কাছে
আমি নই তো আহ্লাদী।।
বাবার মত পাঞ্জাবি আর
টুপি পরা কত লোক,
বাবার মত আমার প্রতি
নাই কোথাও স্নেহের চোখ।
বাবার বিয়োগ ব্যথার মাঝে
হয়ে গেছি কয়েদি ।।
বাবার মত মসজিদে যায়
দেখি কত নামাজী,
বাবার মতো কেউ বলে না
আমায় যোদ্ধা, বীর, গাজী।
কেউ মুছেনা আমার দুচোখ
যখন চোখে বয় নদী।।
বাবার মতো বাবাই শুধু
অন্য কেহই হবে না,
থাকতে বাবার যত্ন করো
হারাইলে আর পাবে না।
আসবে না আর বাবা আমার
তবু কেন যে কাঁদি ??
Comments
Post a Comment