মৃত্যু মানুষ

 মৃত্যু মানুষ

খাদিজা বেগম


সত্য ছাড়া মৃত্যু মানুষ 

প্রাণীর মত করে বাঁচে,

বিবেক বুদ্ধি নাই তো তাদের

অন্যের কথা মত নাচে।


নাচতে নাচতে ভেঙে চলে 

তাদের সীমা রেখার দেয়াল,

হাসতে হাসতে হৃদয় ভাঙ্গে

শেষ বিচারের নাই তো খেয়াল।

মানব রূপে -হিংস্র পশু 

মানব ঘরের মাঝেই আছে।।


একটা ছোট্ট মাটির ঘরে 

অগণিত লোভের উল্লাস,

লোভের জ্বালায় পূর্ণ গুলো 

কয়লা হয়ে যায় বারো মাস।

সেই কালিতে আঁধার ছড়ায় 

তার আনাচে আর কানাচে।।


নিজ আঁধারে আলো হারায়

মিথ্যেবাদী মানুষেরা,

পায় না বিবেক পচা গন্ধ 

পাচার মাঝেই পোকা তারা।

মানুষ তাদের ভাল্লাগেনা 

ঘরে পশুর পাছে পাছে।।


সত্যটারে আঁকড়ে ধরো 

মানুষ হইতে চাইলে তুমি,

তবুও কষ্ট সহ্য কর 

হয় যদি মন মরুভূমি।

সত্যের উপর নাই কিছু আর

মহান সৃষ্টিকর্তার কাছে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান