দুই লেখনী

 দুই লেখনী

খাদিজা বেগম


ডানে বামে দুই লেখনী

লিখতে আছে তোমার কথা,

হুবাহু ঠিক লিখছে তারা

ভুল করেও ভুলনা তা।।


আহার, নিদ্রা নেই তো তাদের

তারা সদা অপেক্ষমান,

তোমার বার্তা সংরক্ষণে

তাদের দৃষ্টি থেকে নেই ত্রাণ।।

ঘাড়ের রগের অধিক কাছে 

আছে তোমার সৃষ্টিকর্তা।।


দিনে রাতে প্রবৃত্তিতে

তোমারে দেয় কুমন্ত্রণা,

সরল পথে থাকতে দেয়না

থাকলে বাড়ায় খুব যন্ত্রনা।

তবু থাক সরল পথে

প্রকাশ করো কৃতজ্ঞতা।।


শয়তান বলবে প্ররোচিত 

আমি কাউকে করিনি তো,

লোভ লালসায় ডুবে মানুষ 

সত্য থেকে ছিল ভ্রান্ত।

তুমি আরও পবিত্র হও

মেনে চলো সতর্কতা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান