যারে ভালবেসে

 


যারে ভালবেসে

খাদিজা বেগম 


 আমি যারে ভালবেসে 

আমার মনটা দিয়ে দিলাম,

অবহেলে অনাদরে

মনটাকে সে করলো নিলাম।।


মন হারিয়ে নিঃস্ব আমি

বিশ্বাস করে তাহার কথা,

কথা দিয়ে রাখল না সে

করলো বিশ্বাস ঘাতকতা।

আজ মনে হয় তারে দেখার 

আগেই আমি ভালো ছিলাম।।


যারে ভালোবেসে আমি 

সবার কাছে হলাম দোষী,

ভালবাসার নামে সে জন 

লুট করেছে আমার খুশি।

মুখের হাসি দিয়ে আমি 

দুই নয়নের জল কিনিলা।।


তাই বলে ভাই এত ভালো

বেসো না যে কাউকে কেহো,

নিজের ভুলে টেনে চলি

আমি আমার মরা দেহো।

কেন আমি বিবেকে রেখে 

আবেগের কথা শুনিলাম??


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান